‘বিদ্রোহীদের’ বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কতটা যৌক্তিক?

প্রকাশ | ২১ নভেম্বর ২০২১, ১৯:১০

মাইনুল ইসলাম

মনোনয়নের ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত না করা পর্যন্ত ‘বিদ্রোহীদের’ বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা কতটা যৌক্তিক?

আর্থিক বাণিজ্য, গ্রুপিং, স্বজনপ্রীতির কারণে অনেক ক্ষেত্রেই বঞ্চিত হচ্ছে মনোয়নের দাবিদার প্রকৃত যোগ্য ও জনপ্রিয় মুজিবের রক্তবীজের সন্তানরা।

বিভিন্ন জায়গায় ‘বিদ্রোহী’ প্রার্থীদের বিজয়ের মাধ্যমেই মনোয়ন বাণিজ্যের বাস্তব চিত্র উঠে এসেছে।

পিতা মুজিবের নৌকা বিক্রি করে লাভবান হচ্ছে গুটিকয়েক অমানুষ আর ক্ষতিগ্রস্ত হচ্ছে দল।

নির্বাচনকেন্দ্রিক আজকে সংঘাতটা হচ্ছে কার সাথে কার? আ.লীগের সাথে আ.লীগের।

আহত, নিহত হচ্ছে কে? দলীয় লোক।

মামলা খাচ্ছে কে? দলীয় লোক।

বহিষ্কার হচ্ছে কে? দলীয় লোক।

দিনশেষে ক্ষতিটা হল কার? দলের।

তাই স্থানীয় নির্বাচনে প্রতীক না রাখা, সংসদ ও উপজেলা নির্বাচনে সঠিক মনোয়ন নিশ্চিত না করা পর্যন্ত ‘বিদ্রোহীদের’ বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা না নেওয়ার অনুরোধ করছি।

বিগত দিনের সংসদ ও উপজেলা নির্বাচনের মনোয়ন বঞ্চিত প্রকৃত লোকগুলোর স্বতন্ত্র প্রার্থী হওয়ার কারণ খুঁজলেই প্রকৃত কারণ বেরিয়ে আসবে।

বিগত নির্বাচনে সার্বিক যোগ্যতা থাকা সত্ত্বেও মনোয়ন না পেয়ে রাগে, দুঃখে, কষ্টে স্বতন্ত্র প্রার্থী হওয়া মুজিবের রক্তবীজের সন্তানদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে মূল্যায়ন করা হোক।তাতে দেশ, জাতি ও সংগঠন লাভবান হবে।

লেখক: সাধারণ সম্পাদক, ফিনল্যান্ড আওয়ামী লীগ