ধানমন্ডির মিনাবাজারে আগুন

প্রকাশ | ২২ নভেম্বর ২০২১, ১৪:১৭ | আপডেট: ২২ নভেম্বর ২০২১, ১৪:২৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ধানমন্ডি ২৭ এর মিনাবাজার।

রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বরে সুপারশপ 'মিনাবাজারে' আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুর ১টা ৫ মিনিটে এই আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় প্রায় ৪০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। এর আগে ১টা ০৫ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সেখানে কাজ করছে। প্রায় ৪০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিক জানা যায়নি।

এদিকে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাজাহান সরদার ঢাকাটাইমসকে জানান, দুপুরে মিনাবাজারের স্টোরে চার তলা ভবনের দ্বিতীয় তলায় আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ১টা ১০ মিনিটি ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছায়। পরে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন আগুন না থাকলেও ধোঁয়া আছে।

ঢাকাটাইমস/২২নভেম্বর/এসএস/ইএস