ভয়ংকর রিজওয়ানকে ফেরালেন অভিষিক্ত শহিদুল

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ নভেম্বর ২০২১, ১৭:১০

রিজওয়ান-হায়দারের পঞ্চাশ ছাড়ানো জুটি আর বড় করতে দিলেন না অভিষিক্ত শহিদুল ইসলাম। নিজের তৃতীয় ওভারে বোলিং করতে এসে উইকেটের দেখা পেলেন ডানহাতি এই অভিষিক্ত। ফেরালেন ৪৩ বলে ৪০ রান করা ভয়ংকর হতে যাওয়া রিজওয়ানকে।

এদিন এখনও তিন ওভার বোলিং করেছেন শহিদুল। তবে একটু বেশিই খরুচে এই পেসার। এখনও ৩ ওভারে দিয়েছেন ২৬ রান। উইকেট পাওয়া ওভারে দিয়েছেন ১৬ রান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের জয়ের জন্য আরও ২২ বলে ২৪ রানের প্রয়োজন। ক্রিজে ৩৫ রান করে আছেন হায়দার আলী। তাকে সঙ্গ দিচ্ছেন অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার সরফরাজ আহমেদ।

এর আগে শুরুতে আমিনুলের বলে বাবর ফিরলে চাপে পড়ে পাকিস্তান। নাসুম-আমিনুলদের বলে ঠিকঠাক রান তুলতে ব্যর্থ হন। তবে তৃতীয় উইকেটে জুটিতে পঞ্চাশ ছাড়ালে শঙ্কা কমিয়ে দেন রিজওয়ান-হায়দার। তবে ভয়ংকর হয়ে ওঠা রিজওয়ানকে ফেরালেও এখনও জয়ের পথেই রয়েছে পাকিস্তান।

বাংলাদেশের ছোড়া ১২৪ রানের ছোট টার্গেট নেমে অবশ্য খুব একটা ভালো করেননি পাকিস্তানি দুই ওপেনার। রানের হিসাবে ১০ ওভার শেষে বাংলাদেশের রান ছিল ৫২। পাকিস্তান ইনিংসের অর্ধেক শেষে করেছে ৪৬ রান। তবে উইকেট তুলতে না পারাই ভোগাচ্ছে বাংলাদেশকে। পাওয়ার প্লেতেও বাংলাদেশের থেকে পিছিয়ে ছিল পাকিস্তান।

এরআগে, টস জিতে বড় স্কোর গড়ার লেক্ষ্যে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ। তিন পরিবর্তনের ম্যাচে ব্যাটিং অর্ডারে অদল বদল হলেও রান তুলতে হাসফাস করতে হয় টাইগার ব্যাটারদের। এদিনও ব্যর্থ ছিলো ওপেনিং জুটি। ১ উইকেট হারিয়ে টাইগাররা ৩৩ রান তুলতে পেরেছিল প্রথম পাওয়ার প্লেতে।

এদিন শুরুতে পাকিস্তানের হয়ে অভিষিক্ত দাহানির বলে বোল্ড হয়ে ফিরেন শান্ত। তার ব্যাট থেকে আসে মাত্র ৫ রান। পরে ওপরের দিকে ব্যাট করতে আসা শামিম হোসেন করেন ২৩ বলে ২২ রান। মাঝে আফিফ ২১ বলে করেন ২০ রান।

আর ১৮ ওভারে ফেরা নাঈম ৫০ বলে ৪৭ রান। দলীয় সর্বোচ্চ স্কোরারও তিনি। শেষের দিকে দ্রুত উইকেট পড়ায় রানের চাকা ততটা সচল থাকেনি। শেষ পর্যন্ত দল থামে ১২৪ রানে। পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন উসমান কাদির এবং মোহাম্মদ ওয়াসিম। একটি করে উইকেট নিয়েছেন শাহনেওয়াজ দাহানি ও হারিস রউফ।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/এইচএন)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :