নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী
| আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৭:৫৭ | প্রকাশিত : ২২ নভেম্বর ২০২১, ১৭:৪৬

নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান রাতুল হাসান জাকিরকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার গভীর রাতে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় ফয়সাল আহমেদ নামে তার এক সাথীকেও পুলিশ আটক করে। তাদের কাছ থেকে দুইটি ওয়ান শুটারগান, চার রাউন্ড কার্তুজ ও একটি রামদা উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জায়েদ শাহরিয়ার পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

প্রসঙ্গত, গত ১১ নভেম্বর ইউপি নির্বাচনে তিনি বাঁশগাড়ী ইউনিয়ন থেকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে টেলিফোন প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। এ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন নৌকা প্রতীকের আশরাফুল হক সরকার। আশরাফুল হক সরকার ইতোপূর্বে বাঁশগাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন বলে এলাকাবাসী বিদ্রোহী প্রার্থী রাতুল হাসান জাকিরকে সমর্থন দেয়। এ নির্বাচনকে কেন্দ্র করে ভোটের দিন ভোরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন এবং আহত হন অন্তত ৩০ জন। এ ব্যাপারে রায়পুরা থানায় একাধিক মামলা করা হয়।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :