হাসপাতালে তাসকিন

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ নভেম্বর ২০২১, ১৯:৩৪

মিরপুরে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টিতে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ডান পায়ে ব্যথা পেয়ে মাঠ ছেড়েছিলেন টাইগার পেসার তাসকিন আহমেদ। এরপরেও অবশ্য এক ওভার বল করেছিলেন। কিন্তু ম্যাচ শেষে এক্সরে করার জন্য হাসপাতালেই যেতে হলো তাকে।

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে র্নিধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে বাংলাদেশ দল। ফলে ১২৫ রানের লক্ষ্যে ব্যাট করছিলেন দুই পাকিস্তানি ওপেনার বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান। ইনিংসের পঞ্চম এবং নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলটি ভালোভাবেই করেন তাসকিন। তার করা প্রথম বলে স্ট্রেইট ড্রাইভ করেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ফিরতি বল আটকানোর চেষ্টা করেন তাসকিন। তবে সেটি লেগে যায় তাসকিনের ডান হাতের ওপরের অংশে। তাসকিন ব্যাথা পেলে ছুটে আসেন বাংলাদেশ ক্রিকেট দলের ফিজিও জুলিয়ান ক্যালিফাতো।

এরপর আবারও মাঠে প্রবেশ করেন এই পেস বোলার। ইনিংসের ১১তম ওভারটি তিনিই করেন। কিন্তু তাকে নিয়ে শঙ্কা থেকেই যায়। ম্যাচ শেষে দলের সাথে টিম হোটেলে ফেরা হয়নি এই পেসারের। অ্যাম্বুলেন্সে করে কঠোর স্বাস্থ্যবিধি মেনে তাকে নিয়ে যাওয়া হয়েছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে।

মেডিকেল টিম জানিয়েছে, হাসপাতালে তাসকিনের এক্সরে করানো হবে। এরপরই বোঝা যাবে চোট কতটা গুরুতর। আগামী ২৬ নভেম্বর থেকে চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট। মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৪ ডিসেম্বর। এর আগে তাসকিনের এই চোট উদ্বেগ জাগাচ্ছে ক্রিকেট সংশ্লিষ্টদের

(ঢাকাটাইমস/২২নভেম্বর/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বাংলাদেশের নতুন স্পিন কোচ কিংবদন্তি মুশতাক আহমেদ

পেনাল্টি নিতে খেলোয়াড়দের ধাক্কাধাক্কি, কড়া হুঁশিয়ারি কোচ পচেত্তিনোর

উইজডেনের বর্ষসেরার তালিকায় অস্ট্রেলিয়ার তিন ও ইংল্যান্ডের দুইজন

সার্বিয়ান ওপেনে ইরানি নারী তায়কোয়ান্দোদের ২ পদক

এগিয়ে থাকলেও পিএসজিকে সমীহ করছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ

অবসর ভেঙে তামিম ও মুশফিককে টি-টোয়েন্টি দলে ফেরানোর ব্যাপারে যা বললেন শান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বেশি প্রত্যাশা না রাখার অনুলোধ শান্তর!

উইজডেনের ‘লিডিং ক্রিকেটার’ কামিন্স ও ব্রান্ট

বেঙ্গালুরুর একাদশে না থাকার রহস্য ভাঙলেন ম্যাক্সওয়েল

তাসকিনের বিশ্রাম ও আইপিএল খেলতে না দেওয়া নিয়ে যা বলছে বিসিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :