প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন তাসকিন

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ নভেম্বর ২০২১, ২২:২১ | প্রকাশিত : ২২ নভেম্বর ২০২১, ২১:৪০

শঙ্কা শেষ পর্যন্ত সত্যিতে পরিণত হলো। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন টাইগার পেসার তাসকিন আহমেদ। সিরিজের শেষ টি-টোয়েন্টিতে নিজের করা তৃতীয় ওভারের প্রথম বল নিজেই ফিল্ডিং করতে গিয়ে পায়ে আঘাত পান তাসকিন। এরপর ম্যাচ শেষে হাসপাতালে নেওয়া হলে শোনা যায় এই দুঃসংবাদ।

তাসকিনকে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন,‌‌ ‘তাসকিন এভার কেয়ারে গিয়েছে ওদের সার্জনের কাছে। সেলাই তো লেগেছে, সেলাই করেছে। আবার এক সপ্তাহ পরে যেতে বলেছে। তখন সেলাই খুলবে। তারপর বোঝা যাবে কি অবস্থা। সে পর্যন্ত ঢাকাতেই থাকবে।’

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে র্নিধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে বাংলাদেশ দল। ফলে ১২৫ রানের লক্ষ্যে ব্যাট করছিলেন দুই পাকিস্তানি ওপেনার বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান।

ইনিংসের পঞ্চম এবং নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলটি ভালোভাবেই করেন তাসকিন। তার করা প্রথম বলে স্ট্রেইট ড্রাইভ করেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ফিরতি বল আটকানোর চেষ্টা করেন তাসকিন। তবে সেটি লেগে যায় তাসকিনের ডান হাতের ওপরের অংশে। তাসকিন ব্যাথা পেলে ছুটে আসেন বাংলাদেশ ক্রিকেট দলের ফিজিও জুলিয়ান ক্যালিফাতো।

এরপর আবারও মাঠে প্রবেশ করেন এই পেস বোলার। ইনিংসের ১১তম ওভারটি তিনিই করেন। কিন্তু তাকে নিয়ে শঙ্কা থেকেই যায়। ম্যাচ শেষে দলের সাথে টিম হোটেলে ফেরা হয়নি এই পেসারের। অ্যাম্বুলেন্সে করে কঠোর স্বাস্থ্যবিধি মেনে তাকে নিয়ে যাওয়া হয়েছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :