ঢাকার ১২৯ ওয়ার্ডে চলছে টিকাদান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ নভেম্বর ২০২১, ১৩:১৯

বিশেষ কর্মসূচির আওতায় ঢাকার দুই সিটি করপোরেশনের ওয়ার্ডে ওয়ার্ডে শুরু হয়েছে টিকাদান। মঙ্গলবার সকাল থেকে ঢাকার ১২৯টি ওয়ার্ডের বাসিন্দারা এই টিকা নিচ্ছেন।

দুই সিটির কর্মকর্তারা জানান, প্রতিটি ওয়ার্ডে টিকাদান শুরু হয় সকাল ৯টায়। চলবে বিকাল ৩টা পর্যন্ত। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৫টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৪টি ওয়ার্ডে এই টিকাদান চলবে আগামী দুই দিনও।

ওয়ার্ডভিত্তিক একটি করে কেন্দ্র স্থাপন করে জনগণকে টিকা দেওয়া হচ্ছে। কারও জাতীয় পরিচয়পত্র না থাকলে তিনি কাউন্সিলরের কাছ থেকে নেওয়া সার্টিফিকেট অথবা জন্মনিবন্ধন ব্যবহার করতে পারছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সোমবার পর্যন্ত সারাদেশে পাঁচ কোটি ৫২ লাখ ৯৯ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছে। এরইমধ্যে দুই ডোজ টিকা নিয়েছে তিন কোটি ৫১ লাখ ২০ হাজারের বেশি মানুষ।

সোমবার পর্যন্ত ছয় কোটি ৮৮ লাখ ৭৪ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসের টিকার জন্য নিবন্ধন করেছেন।

এর আগে ঢাকার বস্তিবাসীর মধ্যে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়। সরকার টিকাদান কর্মসূচিতে গতি আনতে চায়। এজন্য আগামী জানুয়ারির মধ্যে আরও ছয় কোটি মানুষকে টিকা দেওয়ার টার্গেটের কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

(ঢাকাটাইমস/২৩নভেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :