ফিফা বর্ষসেরার লড়াইয়ে মেসি-রোনালদো-লেভানদোভস্কি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৬:০৪ | প্রকাশিত : ২৩ নভেম্বর ২০২১, ১৫:৫৬

কদিন পরই ঘোষণা করা হবে নতুন ব্যালন ডি অর জয়ীর নাম। গুঞ্জন শোনা যাচ্ছে, এবারের ব্যালন ডি অর উঠছে আর্জেন্টাইন সুপারস্টারের হাতেই! এবার আরেকটা সুখবর পেলেন মেসি। ফিফার বর্ষসেরা ফুটবলারের তালিকায়ও রয়েছেন কোপার বর্তমান চ্যাম্পিয়নদের অধিনায়ক।

সোমবার রাতে প্রকাশিত ফিফা তালিকায় প্রত্যাশিতভাবে আছেন মেসির সবসময়ের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো। লড়াইয়ে আছেন বর্তমানে দুর্দান্ত ফর্মে থাকা মোহামদ সালাহ। সম্ভাবনার দৌড়ে আছেন ইতালির হয়ে ইউরো ও চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী জর্জিনিয়ো, গোলমেশিন রবের্ত লেভানদোভস্কি, কিলিয়ান এমবাপে ও করিম বেনজেমার মতো তারকারাও।

২০২১ সালের ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ নির্বাচনে সোমবার নিজেদের ওয়েবসাইটে ১১ জনের তালিকা দিয়েছে ফিফা। ২০২০ সালের ৮ অক্টোবর থেকে ২০২১ সালের ৭ আগস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনায় এই তালিকা তৈরি করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত ফিফার ওয়েবসাইটে ভোট দিতে পারবেন ফুটবলপ্রেমীরা। পরে আগামী ১৭ জানুয়ারি ভার্চুয়াল অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

এর আগে রেকর্ড ছয়বার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন মেসি। গত অগাস্টে বার্সা ছেড়ে পিএসজিতে আসা মেসির সেরা হওয়ার সংখ্যাটা এবার সাত হওয়ার জোর সম্ভাবনা রয়েছে বলে মনে করেন অনেকে। পাঁচবারের বর্ষসেরা ফুটবলার রোনালদোর সম্ভাবনারও কমতি নেই। দলীয় খুব বড় কোনো সাফল্য না থাকলেও ব্যক্তিগত অর্জনে বছরটা দুর্দান্ত কেটেছে রোনালদোর।

দলগত সাফল্যের বিচারে অবশ্য তাদের সবাইকে ছাড়িয়ে গেছেন জর্জিনিয়ো। পুরস্কার পাওয়ার অন্যতম দাবিদার হিসেবে থাকছে গত মৌসুম দুর্দান্ত থাকা লিভারপুল সুপারস্টার মোহামদ সালাহ ও পোলিশ তারকা ফুটবলার লেভানদোভস্কি।

ফিফা বর্ষসেরার লড়াইয়ে যে ১১ জন: করিম বেনজেমা (ফ্রান্স/রিয়াল মাদ্রিদ), কেভিন ডি ব্রুইনে (বেলজিয়াম/ম্যানচেস্টার সিটি), মোহামেদ সালাহ (মিশর/লিভারপুল), ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল/ইউভেন্তুস/ম্যানচেস্টার ইউনাইটেড), আর্লিং হলান্ড (নরওয়ে/বরুশিয়া ডর্টমুন্ড), জর্জিনিয়ো (ইতালি/চেলসি), এনগোলো কঁতে (ফ্রান্স/চেলসি), রবের্ত লেভানদোভস্কি (পোল্যান্ড/বায়ার্ন মিউনিখ), কিলিয়ান এমবাপে (ফ্রান্স/পিএসজি), লিওনেল মেসি (আর্জেন্টিনা/বার্সেলোনা/পিএসজি), নেইমার (ব্রাজিল/পিএসজি)।

(ঢাকাটাইমস/২৩নভেম্বর/এইচএন)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :