১ টাকা পারিশ্রমিকে বঙ্গবন্ধুর বায়োপিকে জায়েদ খান

প্রকাশ | ২৩ নভেম্বর ২০২১, ১৭:৫১

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’। এ সিনেমার সঙ্গে এবার যুক্ত হলেন চিত্রনায়ক জায়েদ খান। সিনেমাটির টিক্কা খানের চরিত্রে অভিনয় করবেন তিনি।

সোমবার রাজধানীর বিএফডিসিতে এই চলচ্চিত্রের ডিরেক্টর অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স ঈশান রাজা বাঙ্গালীর উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর করেছেন জায়েদ খান। এ সিনেমার জন্য মাত্র ১টাকা পারিশ্রমিক নেবেন তিনি।

সোমবার বিকেলে অভিনেতা নিজেই ঢাকা টাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন। জায়েদ খান বলেন, 'আমি মুম্বাইয়ে অডিশন দিয়ে এসেছি। সেখানেই আমার পোশাকের মাপ নেওয়া হয়েছে। আমি এই চলচ্চিত্রে টিক্কা খানের চরিত্রে অভিনয় করব। বঙ্গবন্ধুর বায়োপিক একটা স্বপ্নের প্রোজেক্ট। সেই স্বপ্নের অংশ হতে যাচ্ছি, এটা আমার জন্য অনেক আনন্দের।'

জায়েদ খান আরো বলেন, 'এই সিনেমার পারিশ্রমিক হিসেবে এক (১) টাকা নিচ্ছি। এর কারণ, বঙ্গবন্ধুর জন্য ভালোবাসা থেকে কাজ করতে যাচ্ছি, এর চেয়ে বড় প্রাপ্তি তো হতে পারে না।'

'বঙ্গবন্ধু’ বায়োপিকের চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে অতুল তিওয়ারি ও শামা জায়েদি।আর চলতি বছরের ২১ জানুয়ারি ভারতের ফিল্ম সিটি মুম্বাইয়ে চলচ্চিত্রটির শুটিং শুরু হয়েছিল।মাঝে বিরতি নিয়ে বাংলাদেশের অংশের শুটিং হয়েছে চলতি মাসেই।

ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত এ সিনেমায় বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করছেন আরিফিন শুভ। শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ, বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশাসহ আরো অনেকে এতে অভিনয় করছেন।

ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত এ সিনেমায় বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করছেন আরিফিন শুভ। শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ, বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশাসহ আরো অনেকে এতে অভিনয় করছেন।

(ঢাকাটাইমস/২৩নভেম্বর/এসকেএস)