রাজবাড়ীতে মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা

প্রকাশ | ২৩ নভেম্বর ২০২১, ২২:৫১ | আপডেট: ২৩ নভেম্বর ২০২১, ২৩:২১

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি ও মুক্তিযুদ্ধ নিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাজবাড়ীতে মামলা হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাজবাড়ী ১ নম্বর আমলি আদালতে মামলাটি করেন মানবিক বাংলাদেশ সোসাইটির রাজবাড়ী পৌর শাখার সভাপতি শশী আক্তার।

পিবিআই মামলার অভিযোগের প্রমাণ পেলে মেয়র জাহাঙ্গীরকে রাজবাড়ী আদালতে সশরীরে হাজিরা দিতে হবে।

মামলার বাদী পক্ষের আইনজীবী মেহেদী হাসান বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি, মানহানিকর বক্তব্য এবং মুক্তিযুদ্ধকে তাচ্ছিল্য ও উসকানিমূলক বক্তব্য দেওয়ায় শশী আক্তার বাদী হয়ে দুপুরে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমকে অভিযুক্ত করে রাজবাড়ীর আদালতে মামলার আবেদন করেন। এ সময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন হোসেন বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।

বঙ্গবন্ধু সম্পর্কে কটূক্তি এবং মুক্তিযুদ্ধ নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগে গত ১৯ নভেম্বর জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। তিনি মেয়র পদে থাকতে পারবেন কি না সেটা নিয়েও আইন দেখা হচ্ছে। শিগগির এ ব্যাপারে সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

(ঢাকাটাইমস/২৩নভেম্বর/কেএম)