বেতন বাড়ানোর দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৪:০২ | প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২১, ১২:৫৯

রাজধানীর মিরপুর-১০ নম্বরে বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করছেন পোশাকশ্রমিকরা। বুধবার সকাল ৯টা থেকে মিরপুর ১০ নম্বর বাস স্ট্যান্ড এলাকার সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করছেন। এসময় পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। কিন্তু আশপাশের আরও সহস্রাধিক কারখানার শ্রমিকরা জড়ো হলে পুলিশ পিছু হটে।

বিক্ষুব্ধরা বলছে, ‘বাড়িভাড়া, খাবার খরচসহ সব পণ্যের দাম বাড়ছে। অথচ আমাদের বেতন ও সুবিধা বাড়ানো হয়নি। তাই বেতন বাড়ানোর দাবিতে তিন দিন ধরে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। কিন্তু গতকাল মালিকপক্ষের লোকজন সন্ত্রাসী বাহিনী ভাড়া করে আমাদের কয়েকজন শ্রমিকের ওপর হামলা চালিয়েছে। এতে অনেকে হতাহত হয়েছেন। তাই আজও শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদ ও বেতন বাড়ানোর দাবিতে একত্রিত হয়েছি।

এদিকে মিরপুর ১৩, ১৪ ও ১০ নম্বরের বিভিন্ন গার্মেন্ট-শ্রমিকরা রাস্তায় নেমেছে। এসময় বিক্ষুব্ধরা একটি পুলিশ বক্সে হামলা করে।

(ঢাকাটাইমস/২৪নভেম্বর/এসএস/এজেড)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :