চালককে খুন করে অটোরিকশা ছিনতাই

প্রকাশ | ২৪ নভেম্বর ২০২১, ১৩:৩৫

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস

কুমিল্লার দেবিদ্বারে চালককে খুন করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। উপজেলার ফতেহাবাদ এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেবিদ্বার ফতেহাবাদ এলাকার রসুলপুর ইউপির খইয়ার গ্রামের অটো চালক সেন্টু মিয়া (৪৫) তিন দিন আগে অটোরিকশাসহ নিখোঁজ হয়। তিন দিন পর বুধবার সকালে রসুলপুর ইউপির খইয়ার গ্রামের একটি মাছের ফিসারি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশের ধারণা সেন্টু মিয়ার অটোরিকশা ছিনতাইয়ের জন্যেই তাকে খুন করা হয়েছে। 

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে আছে। তদন্ত চলমান আছে। পরে বিস্তারিত বলা যাবে। 

(ঢাকাটাইমস/২৪নভেম্বর/এসএ)