গম্ভীরকে হত্যার হুমকি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ২১:১৪ | প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২১, ২১:১০

হত্যার হুমকি পেয়েছেন ভারতীয় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং দেশটির রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির নেতা গৌতম গম্ভীর। আইসিসের কাশ্মীর শাখা থেকে তিনি হত্যার হুমকি পেয়েছেন বলে দিল্লী পুলিশ নিশ্চিত করেছে।

ই-মেইলে পাঠানো হুমকিতে গৌতম গম্ভীরের পাশাপাশি তার পরিবারকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেই মেইলে লিখা ছিল, ‘আমরা তোমাকে (গম্ভীর) ও তোমার পরিবারকে হত্যা করব।’

গম্ভীর ইস্যুতে কথা বলতে গিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে দিল্লি পুলিশের কর্মকর্তা শোয়েতা চৌহান জানিয়েছেন, ‘আইসিস কাশ্মীরের কাছ থেকে মৃত্যু হুমকি পেয়েছেন বিজেপির সংসদ সদস্য গৌতম সদস্য। এরই মধ্যে বিষয়টিকে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে দিল্লি পুলিশ। পাশাপাশি বাড়তি সতর্কতার জন্য তার(গম্ভীর) বাড়ির আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

গম্ভীরের ব্যক্তিগত সহকারীর দায়ের করা এফআইরে বলা হয়েছে, ‘২৩ নভেম্বর রাত ৯টা ৩২ মিনিটে গৌতম গম্ভীরের অফিসিয়াল আইডিতে আইসিস-কাশ্মীরের দেওয়া একটি ইমেইল পেয়েছি আমরা।’

এদিকে গম্ভীরের সহকারী গৌরব অরোরা বলেন, ‘আমরা আইএসআইএস কাশ্মীর থেকে রাত ৯.৩২ মিনিটের দিকে একটি ইমেইল পাই। ওই মেইলে সংসদ সদস্য ও তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়। আমি এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।’

উল্লেখ্য, এর আগেও হত্যার হুমকি পেয়েছিলেন গৌতম গম্ভীর। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে পূর্ব দিল্লি থেকে বিজেপির হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন ভারতের সাবেক এ ক্রিকেটার। অর্থাৎ রাজনীতিতে আসার পর থেকেই এইসব হুমকি পেয়ে আসছেন।

(ঢাকাটাইমস/২৪নভেম্বর/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :