শিক্ষার্থীদের হাফ ভাড়া নিয়ে রিট শুনবেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১১:২৬ | প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২১, ১১:১৩
হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের গণপরিবহনে যাতায়াতের জন্য অর্ধেক ভাড়া নেওয়ার নির্দেশনা চেয়ে রিট শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার সকালে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটি শুনবেন মর্মে আদেশ দেন।

বিষয়টি ঢাকা টাইমসকে জানান রিটকারীদের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। আইনজীবী বলেন, ‘আমি আদালতে বিষয়টি আজ উত্থাপন করছি। মোশন করেছি। বলেছি জরুরি ম্যাটার। শিক্ষার্থীদের গণপরিবহনে চলাচলের ক্ষেত্রে হাফ ভাড়া করতে হবে। না হলে শিক্ষার্থীরা আন্দোলন করবে দেশব্যাপী। পরে আদালত আমার সাবমিশন শুনে রিট আবেদনটি শুনানির জন্য গ্রহণ করেছেন। বলেছেন আগামী রবিবার শুনানির জন্য মামলাটি তালিকায় থাকবে।’

রিটে দেশের সবধরনের সরকারি-বেসরকারি বাস, লঞ্চ ও ট্রেন ভাড়া অর্ধেক করতে বলা হয়েছে।

গতকাল বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এই রিটটি দায়ের করেন। পরে তিনি ঢাকা টাইমসকে বলেন, চলতি মাসে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে বাস ভাড়া বেড়েছে। বর্ধিত ভাড়ার মধ্যে কয়েক দিন ধরে শিক্ষার্থীরা দাবি জানাচ্ছে। তাদের জন্য অর্ধেক ভাড়া চালু করতে নির্দেশনা চেয়েছি।

আইনজীবী জানান, তিনি সরকারের বিরুদ্ধে রিট করেছেন, কোনো মালিকের বিরুদ্ধে নয়।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/এআইএম/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

সাবেক সচিব প্রশান্ত কুমারকে কারাগারে পাঠালেন আদালত

৩১ মার্চ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এম ইনায়েতুর রহিম

বিচারপতির আসনে ছাদ বেয়ে পানি, বিচারকাজ বন্ধ ১৮ মিনিট

আগাম জামিন পেলেন অ্যাডভোকেট যুথিসহ চার আইনজীবী

জামিন নিতে এসে রায় শুনে পালিয়ে গেলেন হলমার্ক কেলেঙ্কারির আসামি

তিন মাসের মধ্যে সালাম মুর্শেদীকে গুলশানের বাড়ি ছাড়ার নির্দেশ

হলমার্ক কেলেঙ্কারি: তানভীর ও তার স্ত্রীসহ নয়জনের যাবজ্জীবন

সুপ্রিম কোর্ট বারে মারামারি: নাহিদ সুলতানা যুথীর জামিন শুনতে নতুন বেঞ্চ নির্ধারণ

পি কে হালদারের ১৩ সহযোগীর সাজা বাড়ানোর আবেদন দুদকের

ড. ইউনূসের সাজা ও দণ্ড স্থগিতের আদেশ হাইকোর্টে বাতিল

এই বিভাগের সব খবর

শিরোনাম :