শিক্ষার্থীদের হাফ ভাড়া নিয়ে রিট শুনবেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১১:২৬ | প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২১, ১১:১৩
হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের গণপরিবহনে যাতায়াতের জন্য অর্ধেক ভাড়া নেওয়ার নির্দেশনা চেয়ে রিট শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার সকালে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটি শুনবেন মর্মে আদেশ দেন।

বিষয়টি ঢাকা টাইমসকে জানান রিটকারীদের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। আইনজীবী বলেন, ‘আমি আদালতে বিষয়টি আজ উত্থাপন করছি। মোশন করেছি। বলেছি জরুরি ম্যাটার। শিক্ষার্থীদের গণপরিবহনে চলাচলের ক্ষেত্রে হাফ ভাড়া করতে হবে। না হলে শিক্ষার্থীরা আন্দোলন করবে দেশব্যাপী। পরে আদালত আমার সাবমিশন শুনে রিট আবেদনটি শুনানির জন্য গ্রহণ করেছেন। বলেছেন আগামী রবিবার শুনানির জন্য মামলাটি তালিকায় থাকবে।’

রিটে দেশের সবধরনের সরকারি-বেসরকারি বাস, লঞ্চ ও ট্রেন ভাড়া অর্ধেক করতে বলা হয়েছে।

গতকাল বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এই রিটটি দায়ের করেন। পরে তিনি ঢাকা টাইমসকে বলেন, চলতি মাসে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে বাস ভাড়া বেড়েছে। বর্ধিত ভাড়ার মধ্যে কয়েক দিন ধরে শিক্ষার্থীরা দাবি জানাচ্ছে। তাদের জন্য অর্ধেক ভাড়া চালু করতে নির্দেশনা চেয়েছি।

আইনজীবী জানান, তিনি সরকারের বিরুদ্ধে রিট করেছেন, কোনো মালিকের বিরুদ্ধে নয়।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/এআইএম/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরাম ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের দায়িত্ব পুনর্বণ্টন

আদেশ প্রতিপালন না হওয়ায় চট্টগ্রামের ডিসি এসপিসহ চার জনকে হাইকোর্টে তলব

১১ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের শুনানি ২৯ জুলাই

২৮ দিন পর খুলল সুপ্রিম কোর্ট

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

ড. ইউনূসকে স্থায়ী জামিন দেননি শ্রম আপিল ট্রাইব্যুনাল

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: আসামিদের তিনদিনের রিমান্ড

এই বিভাগের সব খবর

শিরোনাম :