কয়েক ঘণ্টার মধ্যেই সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রীর পদত্যাগ

প্রকাশ | ২৫ নভেম্বর ২০২১, ১১:৫৩ | আপডেট: ২৫ নভেম্বর ২০২১, ১২:০৯

ঢাকাটাইমস ডেস্ক

ইতিহাস সৃষ্টি করে সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন ম্যাগদালিনা অ্যান্ডারসন। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই তাকে সরে দাঁড়াতে হয়।

বুধবার সন্ধ্যায় পার্লামেন্টের বাজেট সম্পর্কিত বিতর্কে হেরে যায় ম্যাগদালিনা অ্যান্ডারসনের জোট সরকার। একইসাথে দ্বিদলীয় সংখ্যালঘু সরকারে হারান জোট শরিককে। যার ফলে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।

এর আগে পার্লামেন্টের ভোটাভুটিতে সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ম্যাগদালিনা জয়ী হন। সুইডেন একমাত্র নর্ডিক দেশ যেখানে এতদিন কোনো নারীকে সরকার প্রধান হিসেবে নির্বাচিত করা হয়নি।

পদটির জন্য সুইডেনের ৩৪৯ আসনের পার্লামেন্টে অ্যান্ডারসনের পক্ষে ভোট দেন ১১৭ জন। বিরত ছিলেন ৫৭ জন, বিপক্ষে ভোট দেন ১৭৪ জন।

ম্যাগদালিনা এর আগে দেশটির অর্থমন্ত্রী হিসেবে কাজ করছিলেন।

পদত্যাগের পর ম্যাগদালিনা সংবাদমাধ্যমকে বলেন, সাংবিধানিক একটি চর্চা রয়েছে, জোট সরকারের একটি দল যখন জোট ছাড়ে তখন সরকার পদত্যাগ করে। আমি এমন কোনো সরকারের নেতৃত্ব দিতে চাই না যার বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে। পার্লামেন্টে শরিক দলের সমর্থন নিয়ে ফের প্রধানমন্ত্রী পদে ফিরব।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/জেবি)