রাঙ্গুনিয়ায় এক পরিবারের তিন প্রার্থী

প্রকাশ | ২৫ নভেম্বর ২০২১, ১২:৩১ | আপডেট: ২৫ নভেম্বর ২০২১, ১২:৪২

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকাটাইমস

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একই ইউনিয়নে ভোটযুদ্ধে নেমেছেন একই পরিবারের তিন সদস্য। উপজেলার সরফভাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ভোটযুদ্ধে নেমেছেন আপন দুই ভাই। একই ওয়ার্ডে সংরক্ষিত নারী সদস্য পদে লড়ছেন ভাবিও।
দুই ভাই আর ভাবির ভোটযুদ্ধ রীতিমত ‘টক অব দ্যা রাঙ্গুনিয়ায়’ পরিণত হয়েছে। চায়ের দোকান, হাট-বাজার, ঘরবাড়ি সবখানেই আলোচনা তাদের নিয়ে। আত্মীয় স্বজন, পাড়া-প্রতিবেশীরা এ নিয়ে পড়েছেন বিব্রতকর অবস্থায়। 
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ওই ওয়ার্ডে বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে নির্বাচন করছেন বর্তমান ইউপি সদস্য আলহাজ্ব আবু আবছার। তার সঙ্গে একই পদে মোরগ প্রতীক নিয়ে লড়াইয়ে নেমেছেন তার আপন ছোট ভাই নুরুল আবছার। মাঠে রয়েছেন অন্য তিন প্রার্থী সাইফুদ্দিন আজম (তালা), জাহাঙ্গীর আলম (ফুটবল) মো. ইকবাল (টিউবওয়েল)।

এছাড়া ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী আসনের জন্য লড়ছেন বর্তমান মেম্বার আবু আবছারের স্ত্রী কাজী মোহছেনা বেগম।
বর্তমান ইউপি সদস্য আবু আবছার জানান, দুই ভাই নিজ নিজ ইচ্ছায় তারা প্রার্থী হয়েছেন। একই পরিবারের তিনজন প্রার্থী হলেও ভোটাররা ইচ্ছেমতো ভোট দিবেন। জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাতেই তিনি প্রার্থী হয়েছেন। 
অন্যদিকে একই পরিবারের তিনজন প্রার্থী হওয়াকে কেন্দ্র দখলের কৌশল বলে মনে করছেন প্রতিদ্বন্দী প্রার্থী জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, নির্বাচনের দিন কেন্দ্রের রুমগুলোতে বেশি করে তাদের এজেন্ট রেখে কেন্দ্র দখলের একটি কৌশল।
উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো. বায়োজীদ আলম বলেন, নিয়ম অনুযায়ী যে কেউ শর্তপূরণ করে প্রার্থী হতে পারে। সেহেতু একই পরিবারের তিনজন প্রার্থী হওয়ায় কোনো অনিয়ম হয়নি, এ নিয়ে আমাদের কিছু করার নেই। তবে কেউ আচরণবিধি ভঙ্গ করলে, ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/এসএ)