জরিমানা গুনতে হবে এসএস স্টিলকে

প্রকাশ | ২৫ নভেম্বর ২০২১, ১৪:৪৪ | আপডেট: ২৫ নভেম্বর ২০২১, ১৪:৫৬

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য মোট ডিভিডেন্ডের অর্ধেক ক্যাশ দেওয়ার বিধান করা হয়েছে। অন্যথায় অতিরিক্ত করারোপের শাস্তির আওতায় পড়তে হবে।

এই বিধানের পরেও এসএস স্টিলের পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরের জন্য ক্যাশের চেয়ে বেশি বোনাস শেয়ার ঘোষণা করেছে।

এরফলে কোম্পানিটিকে জরিমানাস্বরুপ বোনাস শেয়ারের উপর ১০ শতাংশ হারে প্রায় আড়াই কোটি টাকার কর প্রদান করতে হবে।

২০১৯-২০ অর্থবছরের আয়কর পরিপত্র অনুযায়ি, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে কমপক্ষে বোনাস ডিভিডেন্ডের সমপরিমাণ ক্যাশ ডিভিডেন্ড দিতে হবে।

যদি বোনাসের পরিমাণ ক্যাশের চেয়ে বেশি হয়, তাহলে পুরো বোনাস শেয়ারের উপর ১০ শতাংশ হারে করারোপ করা হবে।

এই বিধান সত্ত্বেও (২৪ নভেম্বর) এসএস স্টিলের পরিচালনা পর্ষদ ২০২০-২১ অর্থবছরের ব্যবসায় সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ ক্যাশ ও সকল বিনিয়োগকারীদের জন্য ৮ শতাংশ বোনাস ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এক্ষেত্রে ২৪ কোটি ৩৪ লাখ ৩২ হাজার টাকার বোনাস শেয়ার দেবে। যেখানে মাত্র ৪ কোটি ১৫ লাখ টাকার ক্যাশ ডিভিডেন্ড দেওয়া হবে।

বিধান অনুযায়ী, নগদের চেয়ে বেশি বোনাস শেয়ার ঘোষণা করায় এসএস স্টিলকে ২৪ কোটি ৩৪ লাখ ৩২ হাজার টাকার উপরে ১০ শতাংশ হারে ২ লাখ ৪৩ লাখ ৪৩ হাজার ২০০ টাকার অতিরিক্ত কর প্রদান করতে হবে।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/এসকেএস)