পরীমনির রিমান্ড: দুই বিচারকের বিষয়ে রায় ৫ জানুয়ারি

প্রকাশ | ২৫ নভেম্বর ২০২১, ১৫:০৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

ঢাকাইয়া চলচ্চিত্রের নায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনিকে দ্বিতীয় ও তৃতীয় দফা রিমান্ডে পাঠানোর ঘটনায় দুই বিচারকের বিষয়ে রায় ঘোষণা করা হবে আগামী ৫ জানুয়ারি। বিচারক দুজন হলেন দেবব্রত বিশ্বাস ও আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে পরীমনির পক্ষে ছিলেন অ্যাডভোকেট মুজিবুর রহমান। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান।

এর আগে গত ৩১ অক্টোবর পরীমনিকে দ্বিতীয় ও তৃতীয় দফা রিমান্ডে পাঠানোর ঘটনায় দুই বিচারক নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। এর আগে ২৮ সেপ্টেম্বর তাদের রিমান্ডে পাঠানোর ঘটনায় ব্যাখ্যা দিতে নির্দেশ দেন হাইকোর্ট। 

গত ১৪ সেপ্টেম্বর চিত্রনায়িকা পরীমনিকে দ্বিতীয় ও তৃতীয় দফা রিমান্ডে পাঠানো নিম্ন আদালতের দুই বিচারকের দাখিল করা ব্যাখ্যায় ক্ষোভ প্রকাশ করেন হাইকোর্ট। আদালত বলেন, লিখিত ব্যাখ্যায় তারা হাইকোর্টকে শিক্ষা দিয়েছেন। আমরা এই ব্যাখ্যায় সন্তুষ্ট নই। বিচারকদের ব্যাখ্যায় হাইকোর্টকে আন্ডারমাইন (হেয়) করা হয়েছে বলেও মন্তব্য করেন আদালত।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/এআইএম/জেবি)