তৃতীয় লিঙ্গের বাছুর নিয়ে হৈচৈ, চিকিৎসক হতভম্ব

প্রকাশ | ২৫ নভেম্বর ২০২১, ১৫:৩৪

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি, ঢাকাটাইমস

বাগেরহাটের চিতলমারীতে বৃহস্পতিবার সকালে উপজেলা পশু হাসপাতালে ভিন্ন লিঙ্গের একটি বাছুর নিয়ে হাজির হয় মাসুম শেখ।

বাছুর দেখে কেউ বলছে হিজরা বাছুর, কেউ বলছে তৃতীয় লিঙ্গের, আবার কেউ কেউ বলছে উভয় লিঙ্গে বাছুর। হিজরা বাছুরের খবর শুনে হাসপাতালে লোকের ভিড়।

তবে এ বাছুরের লিঙ্গ নিয়ে পরিষ্কার কোনো বক্তব্য দিতে পারেননি প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা।

বাছুরের মালিক কচুয়া উপজেলার গজালিয়া গ্রামের মো. মাসুম শেখ বলেন, বৃহস্পতিবার ভোরে আমার গাভী একটি বাচ্চা প্রসব করে। বাচ্চা দেখে আমরা সবাই হতভম্ব হই। এ বাচ্চার শরীরে ওলান এবং অণ্ডকোষ রয়েছে। তার মুখে নীল বর্ণের দাঁত রয়েছে। বাচ্চার খবর শুনে আমার বাড়িতে লোকের ভিড় হয়। তাদের পরামর্শে আমি বাছুরটিকে চিতলমারী পশু হাসপাতালে চিকিৎসকের  কাছে নিয়ে এসেছি।

চিতলমারী উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা স্নিগ্ধশেখর বিশ্বাস বলেন, আমি জীবনেও এমন বাছুর দেখিনি। এটির এড়ে নাকি বকনা বাছুর কিছুই বোঝা যাচ্ছে না। বাছুরটি সুস্থ্ আছে এবং ঠিকমত খাওয়া দাওয়া করছে।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/এসএ)