ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ডিভাইন আইটির সভা

প্রকাশ | ২৫ নভেম্বর ২০২১, ১৬:২৬

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস

ইসলামিক বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ও ইনফরমেশন সিস্টেমস বিভাগ এবং ডিভাইন আইটি লিমিটেডের আয়োজনে ২৪ নভেম্বর ইআরপি (এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং) শীর্ষক এক মতবিনিময় ও কর্মশালা অনুষ্ঠিত হয়।
 
সভায় অ্যাকাউন্টিং ও ইনফরমেশন সিস্টেম বিভাগে শিক্ষার্থীদের জন্য ইআরপি সিস্টেম ব্যবহারে উদ্ভুদ্ধ করাতে বিভাগীয় প্রধান প্রফেসর ড. রুহুল আমিন বিশ্ববিদ্দালয় ল্যাবে প্রিজমইআরপি উম্মুক্ত করণের প্রস্তাবনার সাপেক্ষে ডিভাইন আইটি লিমিটেডের প্রধান নির্বাহী ইকবাল আহমেদ রাসেল প্রিজম ইআরপি স্থাপনের ঘোষণা দেন।স

সভায় উপস্থিত বিভাগের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে ডিভাইন আইটি নিয়মতি প্রশিক্ষণ , যাবতীয় সহযোগিতা ও ইন্টার্নশিপ প্রোগ্রামের ব্যবস্থা করার অঙ্গিকার করেন ইকবাল।

বিভাগীয় প্রধান প্রফেসর ড. রুহুল আমিন ছাত্র ছাত্রীদের ক্যরিয়ার গঠনে সফটওয়্যারের ব্যবহারিক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন।

প্রিজম ইআরপি ডিভাইন আইটি দ্বারা প্রস্তুতকৃত ও সর্বাধিক ব্যবহৃত দেশীয় সফটওয়্যার যেটি দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ও সরকারি/ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চলমান।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/এজেড)