সেনবাগে ভোট কেন্দ্রের পাশ থেকে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ | ২৫ নভেম্বর ২০২১, ১৬:৩৯ | আপডেট: ২৫ নভেম্বর ২০২১, ১৬:৪৪

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস

নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের একটি ভোট কেন্দ্র এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা আগামী ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুর্বৃত্তরা সহিংসতা তৈরির উদ্দেশ্যে অস্ত্রগুলো লুকিয়ে রেখেছিল।

বুধবার দিবাগত রাত দেড়টার দিকে বীজবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ৮ নম্বর বীজবাগ ইউনিয়নের বীজবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র সংলগ্ন একটি পুরাতন ক্লাব এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই ক্লাবের উত্তর পাশে লাগোয়া ঝোঁপের মধ্যে পরিত্যক্ত অবস্থায় চারটি বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তাগুলো থেকে ৫১টি লাঠি, ১৮টি লোহার রড, একটি টেঁটা-বল্লম, ছয়টি ছোরা, চারটি রামদা, দুটি চায়না চাপাতি, দুটি ক্রিকেট স্ট্যাম্প, তিনটি স্টিলের পাইপ, দুটি প্লাস্টিকের পাইপ ও একটি হকস্টিক উদ্ধার উদ্ধার করা হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বিশৃঙ্খলা ও ত্রাস সৃষ্টি করার জন্য অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা দেশীয় অস্ত্রগুলো লুকিয়ে রেখেছিল। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/কেএম)