দুপচাঁচিয়ার মেয়রের দায়িত্ব পালনে বাধা কাটল

প্রকাশ | ২৫ নভেম্বর ২০২১, ১৭:৫২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বগুড়া জেলার দুপচাঁচিয়া পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমকে মেয়র পদ থেকে বরখাস্ত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। বৃহস্পতিবার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জাহাঙ্গীরের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের সম্পাদক রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।

আদেশের বিষয়টি ঢাকাটাইমসকে জানান রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, বিএনপি নেতা ও এই পৌরসভার তিনবারের মেয়র জাহাঙ্গীর আলমকে একটি ফৌজদারী মামলায় অভিযুক্ত করে চার্জশিট দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। ২০২০ সালের ২৭ অক্টোবর জাহাঙ্গীরকে সাময়িক বরখাস্ত করে আদেশ দেওয়া হয়। এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন জাহাঙ্গীর। এরপর চলতি বছরের ১৪ মার্চ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশ অবৈধ ঘোষণা করে আদেশ দেয় হাইকোর্ট।

পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। এ আপিলের শুনানি করে বৃহস্পতিবার আদেশ দিলেন আপিল বিভাগ।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/এআইএম/কেএম)