ত্রিশালে জীবন্ত ঘোড়া নিয়ে প্রচারণা

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২১, ১৯:৩৮

ময়মনসিংহের ত্রিশালে আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপের নির্বাচন। নির্বাচনের শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

১ নং ধানীখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আসাদুল্লাহ আসাদ নির্বাচনি আচরণ বিধির তোয়াক্কা না করে জীবন্ত ঘোড়া নিয়ে প্রচারণা চালাচ্ছেন।

তিনি তার বেরিফাইড ফেসবুক আইডি ও স্টোরি টাইমলাইনে পোস্ট করে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম, নির্বাচনি প্রচারণা মুহূর্তের ছবি।’

এ বিষয়ে নৌকা প্রতীকের প্রার্থী মামুনুর রশিদ সোহেল জানান, বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আসাদ জীবন্ত ঘোড়া নিয়ে প্রচারণা করছেন। এটা নির্বাচনি আচরণ বিধি লঙ্গন। আমি রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ করব।

স্বতন্ত্র ঘোড়া প্রতীকের প্রার্থী আসাদুল্লাহ আসাদ জানান, আমার একজন ভক্ত জীবন্ত ঘোড়া বেঁধে রাখে। তখন আমি ওই জায়গায় ওয়ার্ক করতে যাই।

আপনার ফেসবুক আইডিতে পোস্ট করলেন কি করে? এমন প্রশ্নে তিনি কোন যুক্তিসঙ্গত উত্তর দিতে পারেননি।

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক মিয়া জানান, জীবন্ত প্রতীক নিয়ে প্রচারণা নির্বাচনি

আচরণ বিধির লঙ্ঘন। রিটার্নিং কর্মকর্তা বরাবর কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :