বোয়ালমারীর ১০ ইউপিতে ৬০ চেয়ারম্যান প্রার্থী

আমীর চারু, বোয়ালমারী (ফরিদপুর)
 | প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২১, ১৯:৪৮

ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১০টি ইউনিয়নে ৬০ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়াও সাধারণ সদস্য পদে ৩৬৯ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

বোয়ালমারী উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনোনয়ন জমা দানের শেষ দিন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত ১০ জন চেয়ারম্যান প্রার্থী ছাড়াও বাংলাদেশ ইসলামী আন্দোলনের দুজন ও জাতীয় পার্টির একজন প্রার্থীসহ ৪৭ জন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে বেশির ভাগই ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।

বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া, সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, সহসভাপতি আছাদুজ্জামান মিন্টু, পৌর মেয়র সেলিম রেজা লিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, সাবেক ছাত্রলীগ নেতা রাহাদুল আক্তার তপন প্রমুখ।

উপজেলাটিতে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন শেখর ইউনিয়নে বাংলাদেশ আ.লীগ মনোনীত কামাল আহমেদ, স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ ও রাইসুল ইসলাম পলাশ।

গুনবহা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত কামরুল ইসলাম, স্বতন্ত্র সিরাজুল ইসলাম সিরাজসহ পাঁচজন।

চতুল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত খন্দকার আবুল বাসার (বাসু), স্বতন্ত্র শাহ কামরুল ইসলাম উজ্জ্বল, স্বতন্ত্র ফিরোজ মোল্যাসহ ছয়জন।

ময়না ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত পলাশ বিশ্বাস, বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত আব্দুল হক মৃধা, স্বতন্ত্র এসএম আশরাফুল আলমসহ ১০ জন।

সাতৈর ইউনিয়নে আ.লীগ মনোনীত মোহাম্মাদ মজিবর রহমান, স্বতন্ত্র খন্দকার নাজিরুল ইসলামসহ ছয়জন।

বোয়ালমারী সদর ইউনিয়নে আ.লীগ মনোনীত- ওহাব মোল্যা (তারা), স্বতন্ত্র এলেম মোল্যা ও এ.কে.এম. হামিদুল বারিসহ সাতজন।

ঘোষপুর ইউনিয়নে আ.লীগ মনোনীত ফারুক হোসেন, স্বতন্ত্র ইমরান হোসেন ও মো. শামসুর রহমান।

দাদপুর ইউনিয়নে আ.লীগ মনোনীত- শেখ সাজ্জাদুর রহমান হাই, জাতীয় পার্টি মনোনীত ওবায়দুর রহমান, স্বতন্ত্র মোশারফ হোসেনসহ নয়জন।

রুপাপাত ইউনিয়নে আ.লীগ মনোনীত মহব্বত আলী, স্বতন্ত্র মো. মিজানুর রহমান মোল্যাসহ পাঁচজন।

পরমেশ্বদী ইউনিয়নে আ.লীগ মনোনীত মো. সোলেইমান মোল্যা, বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত আয়ুব ফকির, স্বতন্ত্র আব্দুল মান্নান মাতুব্বরসহ ছয়জন।

উপজেলা নির্বাচন অফিসার এবিএম আজমল হোসেন জানান, উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬০ জন, সাধারণ সদস্য পদে ৩৬৯ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১৮ জন, মোট তিন পদে ৫৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন ।

১০ নভেম্বর নির্বাচন কমিশন ইসি ঘোষিত তফসিল অনুযায়ী চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ২৫ নভেম্বর, বাছাই ২৯ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ৬ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :