ভালো সূচনার আভাস দিয়ে ফিরলেন সাইফ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১০:৩১ | প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২১, ১০:২৭

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভালো সূচনার আভাস দিয়ে শাহিন শাহ আফ্রিদির বলে ফিরলেন বাংলাদেশি ওপেনার সাইফ হাসান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ১ উইকেটে ২৩ রান।

ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ব্যাট করা সিদ্ধান্ত নেন বাংলাদেশি অধিনায়ক মুমিনুল হক। প্রথমে ব্যাট করতে নেমে সাইফ-সাদমান মিলে ভালো শুরুর আভাসই দিচ্ছিলেন। কিন্তু ইনিংসের পঞ্চম ওভারে শাহিন শাহ আফ্রিদির করা বাউন্সার সামলাতে গিয়ে আবিদ আলির হাতে ক্যাচ তুলে দেন সাইফ হাসান। আউট হওয়ার আগে করেন ১৪ রান।

এখন ১০ রানে সাদমান ইসলাম এবং ৪ রানে নাজমুল হাসান শান্ত অপরাজিত রয়েছেন।

বাংলাদেশ একাদশ:

মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ ইসলাম, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান, ইয়াসির আলী, তাইজুল ইসলাম, আবু জায়েদ ও ইবাদত হোসেন।

পাকিস্তান একাদশ:

আব্দুল্লাহ শফিক, আবিদ আলি, আজহার আলি, বাবর আজম(অধিনায়ক), ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান, ফাহিম আশরাফ, নোমান আলি, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি এবং সাজিদ খান।

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :