চট্টগ্রামে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১১:৫১ | প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২১, ১১:৩৭

বন্দরনগরী চট্টগ্রামের সাগরিকায় বিসিক শিল্প এলাকার একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

চট্টগ্রাম নগর পুলিশের পাহাড়তলী জোনের সহকারী কমিশনার মুকুল চাকমা জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে হোমল্যান্ড নামের ওই রাসায়নিক কারখানায় আগুন লাগে। প্রথমে কারখানার কর্মীরাই আগুন নেভাতে কাজ শুরু করেন। কিন্তু রাসায়নিকের আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। খবর পেয়ে পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট যোগ দিয়েছে আগুন নেভানোর কাজে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাস জানান, কারখানাটির নিচতলায় অনেকগুলো কেমিক্যালের ড্রাম ছিল। সেখান থেকেই প্রথমে আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার ছুটির দিন হওয়ায় কারখানাটিতে শ্রমিক সংখ্যা কম ছিল। এক শ্রমিক জানান, সেখানে লুব অয়েল ব্যবহার করা হয়। কোনো একজন কর্মীর হাত থেকে লুব অয়েল ছিটকে পড়ে এই আগুন লাগে।

এদিকে আগুন লাগা কারখানার অদূরেই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলছে বাংলাদেশ ও পাকিস্তানের টেস্ট ম্যাচ। স্টেডিয়াম থেকে আগুনের কুণ্ডলি দেখা যাচ্ছে। অনেক দর্শক গ্যালারি থেকে আগুনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন।

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বন্দর নগরী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :