বিসিবির খেলোয়াড়দের তালিকায় ‘বাংলাদেশ’ বানানই ভুল

প্রকাশ | ২৬ নভেম্বর ২০২১, ১২:১৩ | আপডেট: ২৬ নভেম্বর ২০২১, ১৫:০৫

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একের পর এক অবহেলার প্রমাণ মিলছে। সকাল ১০টার পরিবর্তে টিকিটে রাত ১০টা লেখা হলে এ নিয়েই সমালোচনার বন্যা বয়ে যায়। এর রেষ কাটতে না কাটতেই এলো নতুন ইস্যু। খেলোয়াড়দের তালিকাতে বাংলাদেশ বানানটাই ভুল করে বসেছে বিসিবি।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার প্রথম টেস্টে টসের পর সকাল সাড়ে ৯টায় গণমাধ্যমের কাছে অফিসিয়াল খেলোয়াড় তালিকা পাঠায় বিসিবি। তাতে প্লেয়ার তালিকায় ইভেন্টের ঘরে লেখা পাকিস্তানের বানান ঠিক থাকলেও ভুল হয় বাংলাদেশের বানান। বাংলাদেশের ইংরেজি বানানে এর বদলে লেখা ছিল M। তাতে বাংলাদেশের বদলে শব্দটি হয়ে যায় "বামগ্লাদেশ ।

এরআগে টিকেটে দিনকে রাত বানায় বিসিবি। বিসিবির ছাপানো প্রথম দিনের টিকেটে '১০ এএম' এর জায়গায় '১০ পিএম' ছাপা হয়েছে। টিকেটে লেখা আছে খেলা শুরু 'টেন পিএম' অর্থাৎ রাত ১০টায়। ইতোমধ্যে টিকেট বিক্রি হয়ে পৌঁছে গেছে দর্শকের হাতে হাতে। আর তখনই ধরা পড়ে মস্ত বড় এই ভুলটি।

(ঢাকাটাইমস/৩৬ নভেম্বরএমএম)