লিটনের পর মুশফিকের ফিফটি, এগোচ্ছে টাইগাররা

প্রকাশ | ২৬ নভেম্বর ২০২১, ১৪:২৫

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

পঞ্চাশ রান না তুলতেই চার উইকেট হারিয়ে চাপেই পড়া বাংলাদেশ দলের হাল ধরেন লিটন কুমার দাস এবং মুশফিকুর। ক্রিজে খুঁটি গেড়ে খেলতে থাকা লিটনের ফিফটির পর এবং ব্যক্গিত অর্ধশতক পূর্ণ করলেন মুশফিকুর রহিমও। আর তাতেই এগোচ্ছে টাইগাররা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেটে ১৬৮ রান।

ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ব্যাট করা সিদ্ধান্ত নেন বাংলাদেশি অধিনায়ক মুমিনুল হক। প্রথমে ব্যাট করতে নেমে সাইফ-সাদমান মিলে ভালো শুরুর আভাসই দিচ্ছিলেন। কিন্তু ইনিংসের পঞ্চম ওভারে শাহিন শাহ আফ্রিদির করা বাউন্সার সামলাতে গিয়ে আবিদ আলির হাতে ক্যাচ তুলে দেন সাইফ হাসান। আউট হওয়ার আগে করেন ১৪ রান।

এরপর ব্যাট হাতে বেশিক্ষণ ক্রিজে থাকতে পারলেন না আরেক ওপেনার সাদমান ইসলামও। হাসান আলির করা বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন সাদমান। ব্যক্তিগত খাতায় যোগ করেন ১৪ রান। এদিকে দলীয় অধিনায়ক মুমিনুল হক মাত্র ৬ রানেই প্যাভিলিয়নে ফেরেন। আর শান্তর সংগ্রহ ১৪ রান।

মাত্র ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে বেশ চাপেই পড়ে স্বাগতিকরা। পরে পঞ্চম উইকেট জুটিতে মুশফিকুর রহিম এবং লিটন দাস মিলে দলকে চাপ মুক্ত করেন। আর এরই মধ্যে ক্যারিয়ারের দশম টেস্ট অর্ধ-শতক পূর্ণ করেন লিটন। এরপরই নিজের হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মুশফিক। এখন ৬০ রানে অপরাজিত রয়েছেন লিটন। অন্যদিকে মুশফিকর রহিম খেলছেন ৫৩।

 (ঢাকাটাইমস/২৬নভেম্বর/এমএম)