উইকেটের পেছনে ‘বাংলা’ বলছেন রিজওয়ান

প্রকাশ | ২৬ নভেম্বর ২০২১, ১৫:৫৮ | আপডেট: ২৬ নভেম্বর ২০২১, ১৬:০২

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে শুরুতেই চার উইকেট হারানো বাংলাদেশ দলের হয়ে সামনে থেকে লড়ে যাচ্ছে মুশফিকুর রহিম এবং লিটন কুমার দাস। পঞ্চম উইকেটে খুঁটি গেড়ে খেলতে থাকা এই জুটিকে যখন পাকিস্তানি বোলাররা ভাঙতে ব্যর্থ, ঠিক তখনই বোলারদের উৎসাহ জোগাতে উইকেটের পেছনে বাংলায় কথা বলেন পাকিস্তানি উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ান।

মূলত লিটন-মুশফিক জুটির ব্যাটিং দারুণভাবে উপভোগ করছেন পাকিস্তানের উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ান। আর তাই হয়তো আবেগের বশেই কথা বলে ফেললেন বাংলা ভাষায়। রিজওয়ান বাংলাতে বলেন- ‘ভালো ভালো, ভালো বলিং।’

ঘটনাটি ৪৭তম ওভারের। এ সময় বল হাতে ছিলেন পাকিস্তানি স্পিনার নোমান আলি। তার করা তৃতীয় বলটি দেখে-শোনেই খেলেন লিটন। এই বলে কোনো রান নিতে না পারাই রিজওয়ান বলেন, ‌'ভালো ভালো, ভালো বলিং'। রিজওয়ানের বাংলা শুনে হেসে দেন লিটন দাস।

উইকেটের স্টাম্পের রাখা মাইকে সে কথা শোনা যায় স্পষ্টই। বিষয়টি নিয়ে ওই সময় আলোচনা করেন ধারাভাষ্যকার শামীম আশরাফও।

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/এমএম)