আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে দমকল কর্মীর মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৮:৪২ | প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২১, ১৮:৩৮

চট্টগ্রাম নগরে একটি কেমিক্যাল কারখানায় লাগা আগুন নেভানোর পর অসুস্থ হয়ে এক ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়েছে। তার নাম মো. মিলন। চট্টগ্রাম ফায়ার সার্ভিস বলছে, আগুনের ঘটনায় তার মৃত্যু হয়নি। তিনি গতকাল থেকেই অসু্স্থ ছিলেন।

শুক্রবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মিলনের মৃত্যু হয়। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়।

এ ব্যাপারে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ফরিদ আহমেদ গণমাধ্যমকে বলেন, মিলন গতকাল থেকে অসুস্থতা-বোধ করছিলেন। তার হার্টের অসুখ হয়েছে, সেটি তিনি ভালো করে বুঝতে পারেননি। আজ (বৃহস্পতিবার) বিটাক বাজার এলাকায় আগুন নেভানো শেষ পর্যায়ে তিনি বুকে ব্যথা অনুভব করেন। এরপর তাকে চমেক হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

আগুন নেভাতে গিয়ে তার মৃত্যু হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, অগ্নিকাণ্ডের কারণে তার কোনো ক্ষতি হয়নি। হার্টের অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সাগরিকা স্টেডিয়ামের পাশে বিটাক বাজার এলাকায় হোমল্যান্ড কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর ফায়ার সার্ভিসের তিন ইউনিটের ১৩ গাড়ি ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :