চট্টগ্রাম থেকে ইয়াবা এনে এলাকায় বিক্রি করতেন আইনুল

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমন
| আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৯:৪১ | প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২১, ১৯:৩৫

গাইবান্ধার পলাশবাড়িতে আইনুল ইসলাম নামে এক যুবককে এক হাজার ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব। শুক্রবার সন্ধ্যায় ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৩ গাইবান্ধা।

গ্রেপ্তার আইনুল পলাশবাড়ি উপজেলার বালা বামুনিয়া বাবাজি পাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।

র‌্যাব জানায়, শুক্রবার র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধার পলাশবাড়ীতে অভিযান চালায়। অভিযান চালিয়ে উপজেলার বালা বামুনিয়া (বাবাজি পাড়া) থেকে আসামি আইনুল ইসলামের বাড়ি থেকে অবৈধ মাদকদ্রব্য এক হাজার ৩০টি ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আইনুল দীর্ঘদিন মাদক ব্যবসার সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন এবং তিনি চট্টগ্রাম থেকে ইয়াবা ট্যাবলেট নিয়ে এসে নিজ এলাকসহ বিভিন্ন জায়গায় বিক্রির কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে গাইবান্ধা পলাশবাড়ি থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :