বঙ্গবন্ধুকে অবমাননার অভিযোগ, আ.লীগের পদ হারালেন মেয়র আব্বাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২১, ২০:১১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যনিবাহী কমিটির সদস্য পদ হারিয়েছেন জেলার কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলী।

শুক্রবার বিকালে জেলা আওয়ামী লীগের জরুরি সভায় তাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল সরকার এ বিষয়টি নিশ্চিত করেছেন।

অনিল সরকার বলেন, দলের সদস্য পদ থেকে মেয়র আব্বাসকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তার প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ী বহিষ্কার করতে কেন্দ্রে সুপারিশ করা হয়েছে।’

এর আগে গত বুধবার পবা উপজেলা আওয়ামী লীগের জরুরি বৈঠকে মেয়র আব্বাস আলীকে পৌর আওয়ামী লীগের আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

গত ২২ নভেম্বর রাত থেকে পৌর মেয়র আব্বাসের কটূক্তিমূলক বক্তব্যের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এক মিনিট ৫১ সেকেন্ডের অডিওতে মেয়র আব্বাসকে বলতে শোনা যায়, ‘ওই গেটটি দ্রুত নির্মাণ হবে। তবে আমরা যে ফার্মকে কাজটি দিয়েছি, তারা গেটের ওপরে বঙ্গবন্ধুর যে ম্যুরাল বসানোর ডিজাইন দিয়েছে, সেটি ইসলামি দৃষ্টিতে সঠিক না। তাই আমি সেটিকে বাদ দিতে বলেছি।’

অডিওতে শোনা যায়, ‘যেভাবে বুঝেছে তাতে আমার মনে হইছে, ম্যুরালটা হইলে আমার ভুল হয়ে যাবে। এ জন্য চেঞ্জ করছি। এই খবরটাও যদি আবার যায় রাজনীতি শুরু হয়ে যাবে। ওই বঙ্গবন্ধুর ম্যুরাল দিতে চাইয়া দিচ্ছে না। বঙ্গবন্ধুকে খুশি করতে যাইয়া নারাজ করব নাকি? এইডা লিয়েও রাজনীতি করবে কিন্তু আমি শিওর।’

এর প্রেক্ষিতে গত ২৪ নভেম্বর পৌর মেয়র আব্বাস আলীকে পৌর আওয়ামী লীগের আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়। দুইদিন পর আজ রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যনিবাহী কমিটির সদস্য পদ হারালেন কাটাখালী পৌর মেয়র আব্বাস আলী।

ঢাকাটাইমস/২৬নভেম্বর/কারই/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :