ওমিক্রনের কারণে স্থগিত বিশ্ব বাণিজ্য সংস্থার সম্মেলন

প্রকাশ | ২৭ নভেম্বর ২০২১, ১৫:১৪

ঢাকাটাইমস ডেস্ক

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের কারণে বিশ্ব বাণিজ্য সংস্থা-ডব্লিউটিওর মন্ত্রী পর্যায়ের সম্মেলন স্থগিত করা হয়েছে। আগামী ৩০ নভেম্বর এই সম্মেলন হওয়ার কথা ছিল। চার বছরের মধ্যে এটি ছিল বিশ্ব বাণিজ্য সংস্থার বৃহত্তম বাণিজ্য সম্মেলন। জেনেভায় এই সম্মেলনে ১৬৪টি সদস্য দেশের ১০০ বেশি মন্ত্রী এবং চার হাজারের বেশি প্রতিনিধি অংশ নেয়ার কথা ছিল।

সংস্থাটির নতুন মহাপরিচালক এনগোজি ওকোনজো-ইওয়েলা আশা করছিলেন, এই সম্মেলনে মতভেদ দূর করতে, কোভিড ভ্যাকসিনের পেটেন্ট তুলে নেওয়ার বিষয় একটি চুক্তির দিকে অগ্রসর হতে এবং মহামারি মোকাবিলায় ডব্লিউটিওর ভূমিকা তুলে ধরার জন্য সুযোগ পাবেন। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা উদ্বেগজনক ভেরিয়েন্ট ওমিক্রনের নাম ঘোষণার পরে এই বাণিজ্য সম্মেলন শুরুর চার দিন আগে তা স্থগিত করা হয়।

নতুন ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ার আতঙ্কে অনেক দেশ দক্ষিণ আফ্রিকা থেকে ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছে। সেখানে ৯ নভেম্বর প্রথম এই স্ট্রেন শনাক্ত করা হয়।

এনগোজি ওকোনজো-ইওয়েলা বলেন, ‘মহাপরিচালক হিসেবে আমার অগ্রাধিকার হলো এমসি ১২তে (মন্ত্রী পর্যায়ের ১২ তম সম্মেলন) অংশগ্রহণকারী সকল মন্ত্রী, প্রতিনিধি এবং সুশীল সমাজের স্বাস্থ্য এবং নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেওয়া।’

(ঢাকাটাইমস/২৭নভেম্বর/জেবি)