সাবেক সাংসদ ইসরাফিলের অবৈধ স্থাপনা অপসারণে নোটিশ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২১, ১৬:২৯

নওগাঁর রাণীনগর উপজেলার কাশিমপুর এলাকায় ভিপি সম্পত্তিতে সাবেক এমপি মরহুম ইসরাফিল আলমের অবৈধভাবে নির্মাণ করা স্থাপনা অপসারণ করতে নোটিশ দেয়া হয়েছে। তার পত্মী সুলতানা পারভিন বিউটিকে এ নোটিশ দেয়া হয়। রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত কুমার মাহাতো এই নোটিশ প্রদান করেন।

সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সাবেক এমপি মরহুম ইসরাফিল আলম কাশিমপুর মৌজায় বেশকিছু জমির উপর একটি ‘পল্লীশ্রী সমন্বিত কৃষি প্রদর্শনী খামার’ নামে একটি খামার গড়ে তুলেন। ওই সময় খামার এলাকায় ভিপি রেকর্ডভুক্ত প্রায় ১০ বিঘা সম্পত্তি অবৈধভাবে দখলে নিয়ে বেশকিছু স্থাপনা নির্মাণ করেন। ভিপি সম্পত্তি থেকে এসব স্থাপনা অপসারণ করতে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত কুমার মাহাতো গত ২৫ নভেম্বর এমপির পত্মী সুলতানা পারভিন বিউটিকে একটি নোটিশ দেন।

এ ব্যাপারে সুলতানা পারভিন বিউটির ব্যক্তিগত মোবাইল নাম্বারে কয়েকবার ফোন করেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত কুমার মাহাতো বলেন, গড়ে তোলা অবৈধ স্থাপনা সাত কার্য দিবসের মধ্যে অপসারণের জন্য সুলতানা পারভিন বিউটিকে নোটিশ দেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অপসারণ না করলে বিধি মোতাবেক অবৈধ স্থাপনা উচ্ছেদসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/২৭নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :