হত্যা নিয়ে শঙ্কিত ছিলেন নিহত কাউন্সিলর সোহেল

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২১, ১৭:৩৮

হত্যাকাণ্ডের আগে নিজের জীবন নিয়ে শঙ্কায় ছিলেন কাউন্সিলর সোহেল। নগর আওয়ামী লীগের নেতাদের জানিয়েছিলেন নিজের জীবন শঙ্কার কথা। মোবাইল নম্বরসহ তালিকাও করেছিলেন। কুমিল্লায় গত সোমবার নিজ কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে খুন হন কাউন্সিলর সোহেল ও তার সহযোগী হরিপদ সাহা। এ সময় আরো চারজন গুলিবিদ্ধ হন।

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত জানান, হত্যার দিন তিনেক আগে কাউন্সিলর সোহেল কম্পিউটারে টাইপ করে সন্ত্রাসীদের মোবাইল নম্বর ও তাদের কার বিরুদ্ধে কি মামলা এমন একটি তালিকা করে আমাকে দিয়েছে। সোহেল বলেছিল তালিকায় থাকা সন্ত্রাসীদের বিরুদ্ধে অতিরিক্ত পুলিশ সুপার ও কুমিল্লা জেলা পুলিশ সুপারকে অবহিত করতে। কারণ সোহেল শঙ্কা প্রকাশ করেছিল তালিকায় থাকা সন্ত্রাসীরা তাকে যে কোন মুহূর্তে তার ক্ষতি করতে পারে।

তালিকা পাওয়ার পর কোন ব্যবস্থা নিয়েছেন কিনা এমন প্রশ্নে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত বলেন, আমরা আলাপ আলোচনা করেছি। তবে এত দ্রুত এমন কিছু হবে তা স্বপ্নেও চিন্তা করিনি। আমরা এই ঘটনার দায়ীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টিন্তমূলক শাস্তির দাবি জানাই।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি আনওয়ারুল আজিম বলেন, এ বিষয়ে পরে শুনেছি। খোঁজ নিয়ে বিস্তারিত বলতে পারব।

(ঢাকাটাইমস/২৭নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :