পরিশ্রমের সঙ্গে স্টান্স বদলে ফর্মে ফিরেছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২১, ২১:৫৪

হতশ্রী ব্যাটিং গড়, বাজে ভাবে উইকেট বিলিয়ে আসা আর ব্যর্থতার পর ফের ব্যর্থতা— টি-টোয়েন্টি ক্রিকেটে পুরো বছরটা লিটন দাশের বুঝি এমনই ছিল। পুরো বছর সহ বিশ্বকাপে ব্যাটে রান না পাওয়া, বাজে ফিল্ডিং এবং সব কিছু শেষে পাকিস্তান সিরিজে বাদ পড়া। তবে এসব কিছুই নাকি টেস্টে মেডেন শতক করার জন্য শাপেবর হয়েছে ড্যাশিং ওপেনার লিটনের। একই সঙ্গে নিজেকে ফিরে পেতে শরাণাপন্ন হয়েছিলেন দেশসেরা কোচেরও।

তবে চলতি বছর টেস্টে দুর্দান্ত থাকা লিটন টি-টোয়েন্টি থেকে বাদ পড়াকে দেখছেন পজেটিভ হিসেবে। তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে যে জন্য আমাকে বিশ্রাম দিয়েছিল হয়ত সেটাই হয়েছে আসল ফলাফল। হয়ত তারা ভেবেছিল আমি টেস্ট ক্রিকেটে ভাল করি এজন্য টি-টোয়েন্টিতে বিশ্রাম দিয়েছিল।’

চলতি বছর ৬ টেস্টে ৫৩.৭৭ গড়ে ৪৮৪ রান করেছেন লিটন। যা এ বছর টেস্ট ক্রিকেটে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ (প্রথম মুমিনুল হক)। কিন্তু সাদা পোশাকে সফল লিটন ফরম্যাট বদলে টি-টোয়েন্টি আসলেই ছিলেন ব্যর্থতার বৃত্তে। এ বছর ১০ ম্যাচে ২০.০৭ গড়ে করেছেন ২০৭ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৮ ম্যাচ খেলে ১৬.৬২ গড়ে করেছিলেন ১৩৩ রান। আর তাতেই সমালোচিত হয়েছেন, বাদ পড়েছেন দল থেকেও। এমন গুঞ্জন শোনা যাচ্ছে, তাকে নাকি বাদ দেওয়া হয়েছে টি-টোয়েন্টি দল থেকেই!

তবে নিজের সমস্যা বুঝতে পেরেছিলেন লিটন। তিনি এক ভিডিও বার্তায় বলেছেন, ‘অনেক সময় ছোট্ট একটা বদল আনলেই অনেক কিছু হয়ে যায়। হয়তো গ্রিপ পরিবর্তন করলেই খেলার ধরন বদলে যায়। জাতীয় লিগের ম্যাচ খেলতে আমি যখন বিকেএসপিতে ছিলাম, তখন ফাহিম স্যার ও মন্টু স্যারের সঙ্গে কথা বলেছিলাম। চট্টগ্রামে আমাদের যে দুটো অনুশীলন সেশন হয়েছে, তখন প্রিন্সের কাছেও মনে হচ্ছিল, আমার ছোট্ট একটা জায়গাতে সমস্যা হচ্ছে।’

তবে এমন অবস্থায়ও দুর্দান্ত শতক গড়ার পেছনে পরিশ্রম এবং কষ্ট প্রভাবিত করেছে লিটনকে। তিনি বলেন, ‘আমার স্টান্সে তিনি কিছু একটা পরিবর্তন এনেছেন। আমি বলব না যে স্টান্স বদলানোর কারণেই ভালো করেছি। তবে এর পেছনে আমার কষ্ট ছিল, পরিশ্রম ছিল।’

ক্যারিয়ারের ২৬তম টেস্টে পাকিস্তানের বিপক্ষে প্রথম শতকের দেখা পেয়েছেন লিটন দাস। অবশ্য এর আগে বেশ কবার শতকের খুব কাছে গিয়েছিলেন এই ড্যাশিং ওপেনার। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে অনবদ্য ১১৩ রানের পর দ্বিতীয় দিনে আজ ১ রান যোগ করেই ফিরেছেন লিটন।

(ঢাকাটাইমস/২৭নভেম্বর/এইচএন)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :