মোহামেডানকে হারিয়ে শিরোপা মেরিনার্সের

প্রকাশ | ২৭ নভেম্বর ২০২১, ২২:০৫

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

শিরোপা জিততে মেরিনার্সের প্রয়োজন ছিল ১ পয়েন্টের। অবশ্য মোহামেডানকে হারিয়ে পূর্ণ পয়েন্ট নিয়েই প্রিমিয়ার ডিভিশন হকি লিগের শিরোপা জয়ের উৎসবে মাতল মেরিনার ইয়াংস।

মওলানা ভাসানী স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৩-২ গোলে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছে মেরিনার্স। এর আগে, শিরোপা জিততে ১ পয়েন্টের অপেক্ষা করতে হয়েছে মেরিনার্সের। অবশ্য এরপর দুই ম্যাচ হলেও অধরা ছিল সেরা হওয়া। অবশ্য আজ ড্র করলেই চলত  সোহানুরদের।

মেরিনার ইয়াংস ক্লাব ১৫ ম্যাচে ১৪ জয় ও ১ হারে পেয়েছে ৪২ পয়েন্ট। আর ১৫ ম্যাচে রানার্সআপ আবাহনী পেয়েছে ৩৯ পয়েন্ট। ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থান মোহামেডান।

মেরিনার্সের হয়ে এদিন জোড়া গোল করেছেন সোহানুর রহমান। অন্য গোলটি প্রদীপ মোরের। মোহামেডানের হয়ে গোল করেছেন গঞ্জালো পেইলাত ও সারোয়ার হোসেন। এই মৌসুমে মোহামেডানকে দুই ম্যাচেই হারিয়েছে মেরিনার্স। 

প্রিমিয়ার হকি লিগে এটি মেরিনার্সের দ্বিতীয় শিরোপা। এর আগে ২০১৬ সালে প্রথম শিরোপা জেতে ক্লাবটি। এ মৌসুমের প্রথম ট্রফি ক্লাব কাপও গেছে মেরিনার্সের ঘরে।

(ঢাকাটাইমস/২৭নভেম্বর/এইচএন)