‘প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গির প্রতিফলন হলো গ্রামকে শহরে রূপান্তর’

প্রকাশ | ২৭ নভেম্বর ২০২১, ২২:০৬

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয় বলেন, গ্রামকে শহরে রূপান্তর আমাদের সরকারের একটি ঘোষিত নীতি। উন্নয়ন বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গির প্রতিফলন হলো গ্রামকে শহরে রূপান্তর করা। অর্থাৎ শহরের সব ধরনের সুবিধা ও উন্নয়নের প্রবহমান ধারা গ্রামে পৌঁছে দেয়া। এ সংগঠনের রাজনৈতিক দর্শনে গ্রামকে শহরে রূপান্তরের বিষয়টি গভীরভাবে প্রোথিত। ঐতিহাসিকভাবেই সেই দর্শন বর্তমান সরকার দক্ষতা ও সময় উপযোগী পদক্ষেপের মাধ্যমেই বাস্তবায়নের কাজ করছে।

শনিবার বিকালে গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নে ডি সাকরাইল কমিউনিটি ক্লিনিকের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

সাংসদ দুর্জয় বলেন, গর্ভবতী মায়েদের প্রসবপূর্ব ও পরবর্তী সেবা এবং পরিবার-পরিকল্পনা শিক্ষা ও পরামর্শ প্রদানের লক্ষ্যে গ্রামীণ জনপদের পিছিয়েপড়া লোকজনের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার স্বপ্ন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ সাল থেকে হেলথ অ্যান্ড পপুলেশন সেক্টর পোগ্রামের অধীনে কমিউনিটি ক্লিনিক চালু করেন।

নির্বাচন প্রসঙ্গে দুর্জয় বলেন, ইউপি নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন- তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নৌকা হচ্ছে উন্নয়নের মার্কা, নৌকা হচ্ছে স্বাধীনতার পক্ষের মার্কা, আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। কারণ নৌকা মার্কা বিজয়ী হলেই দেশের উন্নয়ন সম্ভব।

উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ ইকবালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, উপজেলা ভাইস চেয়ারম্যান মিরাজ হোসেন লালন ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান রুনা আক্তার, শিমুলিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি জহির উদ্দিন মানিক, সমাজসেবক মোহাম্মদ আলী চৌধুরী টুলু, মোহাম্মদপুর থানা ৩২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা চৌধুরী প্রমুখ।

এর আগে, মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা, বাহাদুরপুর, ধুলসুরা এলাকার নদীভাঙন হতে রক্ষাকরণ প্রকল্পের আওতায় বাচামারা এলাকায় যমুনা নদীর বাম তীরে ২১ কোটি টাকা ব্যায়ে ১৯৫০ মিটার কাজের উদ্বোধন করেন। এছাড়া শিবালয় উপজেলায় বেজপাড়া উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন তিনি।

(ঢাকাটাইমস/২৭নভেম্বর/এলএ)