শার্শায় নির্বাচনী সহিংসতায় একজন নিহত

বেনাপেল (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২১, ২২:৪১

যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় কুতুব উদ্দিন(৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও নয়জন। শনিবার রাতে ইউনিয়নের রুদ্রপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে। হতাহতরা সবাই বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের কর্মী।

নিহতের ছোট ভাই শাহাবুদ্দিন জানান, আনারস প্রতীকের পক্ষে কাজ করায় তাদের ওপর হামলা চালায় নৌকার সমর্থকরা। এতে তিনিসহ নয়জন আহত হন। হাসপাতালে আনার পর তার বড় ভাই মারা যান।

হাসপাতালের চিকিৎসক নাহিদ শাহারিয়ার সাব্বির জানান, নিহতের ঘাড়ে ভোতা কিছু দিয়ে আঘাত করা হয়েছে। মস্তিস্কে রক্ত ক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাকি পাঁচজনের ভেতর দুজনের অবস্থা গুরুতর। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও খুলনায় রেফার করা হয়েছে।

এদিকে রাতে একই উপজেলার ডিহি ইউনিয়নে নৌকা প্রতীক ও আনারস প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় চারজন আহত হয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতরা সবাই নৌকার কর্মী।

(ঢাকাটাইমস/২৭নভেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :