দিনের প্রথম ওভারেই তাইজুলের জোড়া উইকেট

প্রকাশ | ২৮ নভেম্বর ২০২১, ১০:০৭

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

বাংলাদেশের করা ৩৩০ রানের জবাবে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে দ্বিতীয় দিনশেষে বিনা উইকেটে ১৪৫ রান সংগ্রহ করেছিলো সফররত পাকিস্তান। তৃতীয় দিনের প্রথম ওভারেই পাকিস্তানের দুই ব্যাটসম্যানকে সাজঘরে পাঠালেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাবর আজমদের সংগ্রহ ২ উইকেটে ১৪৬ রান।

তৃতীয় দিনের শুরুতে আজ আবারও ব্যাট করতে আসেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান আবিদ আলি এবং আব্দুল্লাহ শফিক। দিনের প্রথম ওভারের প্রথম বলেই এক রান নিয়ে প্রান্ত বদল করেন আবিদ। পরের পরের তিন বল ডট করার পর চতুর্থ বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন শফিক। আউট হওয়ার আগে করেন ৫২ রান।

এরপরের বলেই আউট হয়েছেন পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটসম্যান আজহার আলি। তিনিও এলবিডব্লিউতেই আউট হয়েছেন। কিন্তু প্রথমে তাকে আউট দেননি আম্পায়ার। বাংলাদেশ রিভিউ নিলে আম্পায়ার নিজের সিদ্ধান্ত বদল করতে বাধ্য হয়। ১ বল খেলে কোনো রান করতে পারেননি আজহার।

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/এমএম)