‘শেষ ভোট’ দিতে কেন্দ্রে শতবর্ষী আজিরন

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
| আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১১:১০ | প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২১, ১১:০৯

আজিরন। বয়স শ’য়ের কোঠা পেরিয়েছে অনেক আগেই। তবুও ভোট দিতে হবে। কারণ এটাকেই তিনি জীবনের শেষ ভোট বলে মনে করছেন।

দুই হাতে দুই লাঠি ধরে রবিবার সকালে টাঙ্গাইলের কালিহাতীর নগরবাড়ী আনোয়ারা হাসেম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে আসেন বয়সের ভারে নুব্জ্য হয়ে পড়া এই বৃদ্ধা।

আজিরন কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নগরবাড়ী গ্রামের মৃত সৈয়দ আলী সরকারের স্ত্রী। চার ছেলে আর তিন মেয়ে মোট সাত সন্তানের মা। তার সন্তানরাও বয়স্ক হয়ে গেছেন।

তার ছোট ছেলে আব্দুল হাকিমের বয়স ৫২ বছর। তিনি বলেন, আমার মায়ের বয়স ১২০ বছর। জীবনের শেষ ভোট মনে করে তিনি কেন্দ্রে এসেছেন। তার উৎসাহ দেখে আমরাও তাকে কেন্দ্রে এনেছি। ভোট না দিতে পারলে দুঃখ থেকে যেতে পারে।

আজিরন বলেন, বয়স হয়েছে। কতদিনই আর বাঁচবো। এরপর আর ভোট দেওয়ার সুযোগ পাবো কি না জানি না। তাই জীবনের শেষ ভোটটি দিতে এসেছি।

কেন্দ্রের পোলিং অফিসার মো. হোসেন আলী বলেন, এই কেন্দ্রে আজ আজিরনই সবচেয়ে বয়স্ক নারী। তিনি সকাল ১০টার দিকে কেন্দ্রে এসে ভোট দিয়েছেন।

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :