সূচকের পতনে চলছে লেনদেন

প্রকাশ | ২৮ নভেম্বর ২০২১, ১১:২০ | আপডেট: ২৮ নভেম্বর ২০২১, ১১:২১

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

সপ্তাহের প্রথম কর্মদিবসে লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় মূল্যসূচকের ব্যাপক পতন হয়েছে পুঁজিবাজারে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। রবিবার বেলা ১০টা ৫২ মিনিট পর্যন্ত ডিএসইতে মোট ১৮০ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ছয় হাজার ৭৯৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৪২৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ৫৮০ পয়েন্টে।

এখন পর্যন্ত ডিএসইতে ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ২৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এই সময়ে সিএসইতে পাঁচ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/কেআর/জেবি)