বাংলাদেশ ফাইন্যান্স ইসলামিক উইংয়ের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ | ২৮ নভেম্বর ২০২১, ১৩:২৫

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইম

বাংলাদেশ ফাইন্যান্স ইসলামিক উইং এর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর দিলকুশায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

‘প্রিন্সিপাল অব ইসলামিক ফাইন্যান্সিং’ এর ওপর অনুষ্ঠিত এ কর্মশালায় মুদারাবাভিত্তিক আমানত সংগ্রহ পদ্ধতি, আমানতের মুনাফা বিতরণের ক্ষেত্রে ‘ইনভেস্টমেন্ট ইনকাম শেয়ারিং রেশিও ও ওয়েটেজ পদ্ধতির’ তুলনামূলক বিশ্লেষণ, ঝুঁকি ব্যবস্থাপনা, মুদারাবাভিত্তিক ডিপোজিট ও ইনভেস্টমেন্ট প্রডাক্টের নানাবিধ ফিচার নিয়ে বিশদ আলোচনা হয়।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেন ঢাকা বিশ^বিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ ফাইন্যান্সের শরি’আহ্ সুপারভাইজরি কমিটির সদস্য ডক্টর যুবাইর মুহাম্মদ ইহসানুল হক, বাংলাদেশ ইউনির্ভাসিটি অব প্রফেশনালস'র পিএইডি গবেষক মো. মাহবুব আলম, বাংলাদেশ ফাইন্যান্স ইসলামিক উইং এর হেড অব প্রডাক্ট ও শরি’আহ্ সুপারভ্জারি কমিটির সদস্য সচিব মো. আবু ইউসুফ।

অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ ফাইন্যান্সের ম্যানেজমেন্ট কমিটির সদস্য, ঢাকার প্রধান কার্যালয় ও বিভাগীয় শাখার ব্যবস্থাপকসহ কর্মকর্তারা।-বিজ্ঞপ্তি

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/এসকেএস)