সম্প্রচার কমিশন গঠনে কেন নির্দেশ নয়: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৮:৫১ | প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২১, ১৩:৫৬

জাতীয় সম্প্রচার কমিশন গঠন করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী তিন সপ্তাহের মধ্যে আদালত এই রুলের জবাব দিতে বলেছেন।

রবিবার এ বিষয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী নুসরাত জাহান, মোশাররফ হোসেন মনির ও মো. তারিকুল ইসলাম তারেক।

পরে আদালত থেকে বেরিয়ে আদেশের বিষয়টি ঢাকা টাইমসকে জানান রিটের পক্ষের আইনজীবী মোশাররফ হোসেন মনির।

আইনজীবী জানান, গত পবিত্র ঈদুল আজহার ঈদে‘ঘটনা সত্য’নামের একটি নাটক সম্প্রচার করা হয়। সেখানে দেখানো হয়,প্রতিবন্ধী সন্তান বাবা-মায়ের পাপের ফসল। নাটকটি প্রচারের পর দেশব্যাপী ব্যাপক সমালোচনা শুরু হয়। এ বিষয়টি কেন্দ্র করে রিট আবেদন করা হয়েছে।

আইনজীবী আরও জানান,তথ্য মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।টিভি ও ইউটিউবসহ সামাজিক মাধ্যমে নাটক, শর্টফিল্ম বা ওয়েব সিরিজ প্রচারে একটি সেন্সর বোর্ড গঠনে রুল জারি করা হয়েছে।

আইনজীবী তারিকুল ইসলাম বলেন, নাটকে যা দেখানো হয়েছে এটা মৌলিক মানবাধিকারের লংঙ্ঘন। এটা ‍খুবই আপত্তিকর। এটা নিয়ে ফৌজদারি মামলা হয়েছে। কিন্তু সব সময় তো সম্ভব না। এ কারণে জনস্বার্থে এ রিট করা হয়েছে। আমরা চেয়েছি যাতে সম্প্রচার কমিশনটা করা হয়। আদালত রুল জারি করেছেন।

আগামী চার সপ্তাহের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান,‘ঘটনা সত্য’র প্রযোজক এবং পরিচালকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত ৪ নভেম্বর পিএফডিএ-ভোকেশনাল ট্রেইনিং সেন্টার ট্রাস্টের চেয়ারম্যানের পক্ষে এ রিট করেন আইনজীবী মোশাররফ হোসেন মনির। পরে আইনজীবী নুসরাত জাহান সাংবাদিকদের বলেন, সম্প্রচার নীতিমালা-২০১৪ এর ৬ষ্ঠ অধ্যায় অনুযায়ী একটি সম্প্রচার কমিশন গঠন করার কথা। কিন্তু এ কমিশনটি এখন পর্যন্ত গঠন করা হয়নি।

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/এআইএম/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি

আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি

কক্সবাজারে কতজন রোহিঙ্গা ভোটার, তালিকা চেয়েছেন হাইকোর্ট

সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরাম ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের দায়িত্ব পুনর্বণ্টন

আদেশ প্রতিপালন না হওয়ায় চট্টগ্রামের ডিসি এসপিসহ চার জনকে হাইকোর্টে তলব

১১ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের শুনানি ২৯ জুলাই

২৮ দিন পর খুলল সুপ্রিম কোর্ট

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

এই বিভাগের সব খবর

শিরোনাম :