ভর্তুকি দিয়ে হলেও শিক্ষার্থীদের হাফ ভাড়া চান ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৫:৫০ | প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২১, ১৫:২৫

গণপরিবহনে চলাচলে অর্ধেক ভাড়ার দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। সরকারের একাধিক মন্ত্রীও দাবি ইতিবাচক মনোভাব দেখাচ্ছেন। এবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষার্থীদের দাবিতে সমর্থন দিয়ে বলছেন, প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও হাফ ভাড়ার ব্যবস্থা করা হোক।

রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক অনুষ্ঠানে ফখরুল এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ছাত্রছাত্রীদের দাবির প্রতি সম্পূর্ণ সমর্থন জানাচ্ছি। বাস ভাড়া কমিয়ে হাফ পাস করা হোক। প্রয়োজনে সরকারকে ভর্তুকি দিতে হবে।

শিক্ষার্থীদের বাস ভাড়া অর্ধেক করার দাবি জানিয়ে তিনি বলেন, ছেলে-মেয়েরা স্কুল কলেজে পড়ে। বাস ভাড়া কমানোর জন্য রাস্তায় নেমেছে। এখন লেখাপড়া করতে খরচ অনেক বেড়ে গেছে, এজন্য তারা বাস ভাড়া হাফ করতে বলছে। নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত পরিবারের বাবারা সন্তানের লেখাপড়া করাতে হিমশিম খাচ্ছে।

শিক্ষার্থীদের আন্দোলনের কথা তুলে ধরে তিনি বলেন, ছাত্রছাত্রীদের লেখাপড়ার জন্য, ছেলেমেয়েদের উন্নত ভবিষ্যতের জন্য এই সমাবেশ থেকে ছাত্রছাত্রীদের দাবির প্রতি সম্পূর্ণ সমর্থন জানাচ্ছি।

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :