লেনদেনের শীর্ষে বেক্সিমকো লিমিটেড

প্রকাশ | ২৮ নভেম্বর ২০২১, ১৫:৩৮

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো লিমিটেড)।

কোম্পানিটির ৯১ কোটি ৭২ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ওয়ান ব্যাংক লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৫৭ কোটি ১৫ লাখ ৭৭ হাজার টাকার।

শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে আইএফআইসি ব্যাংক। ব্যাংকটির ৪৬ কোটি ৪৫ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনলদেন হয়েছে।

ডিএসইর লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- প্যারামাউন্ট টেক্সটাইল, ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, ডেল্টা লাইফ ইন্সুরেন্স, আনোয়ার গ্যালভানাইজিং, ওরিয়ন ফার্মা, সাইফ পাওয়ারটেক এবং এনআরবিসি ব্যাংক।

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/এসকেএস)