অস্বাস্থ্যকর পরিবেশ: দাগনভূঞায় তিন বেকারিকে জরিমানা

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২১, ১৫:৪৬

অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদোত্তীর্ণ মালামাল মজুদ ও লাইসেন্স নবায়ন না করায় ফেনী জেলার দাগনভূঞায় তিন বেকারিকে এক লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার তানিয়া।

রবিবার সকাল সাড়ে ১১টায় দাগনভূঞা বাজারের বিসমিল্লাহ সুইটস অ্যান্ড বেকারি, সাউদিয়া বেকারি, আল আমিন বেকারির কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ইউএনওর সঙ্গে ছিলেন বিএসটিআই পরিদর্শক মো. খায়রুল হকসহ আনসার বাহিনীর সদস্যরা।

নাহিদা আক্তার বলেন, অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করায়, মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ এবং লাইসেন্স নবায়ন না করায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইনে তিনজনকে বিভিন্ন পরিমাণে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :