সিরিজ শেষের আগেই দেশে ফিরছেন ফিল্যান্ডার

প্রকাশ | ২৮ নভেম্বর ২০২১, ১৯:২৬

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানের কোচিং প্যানেলে নিয়োগ পেয়েছিলেন ভারনন ফিল্যান্ডার। পাকিস্তানি বোলারদের পরামর্শক হিসেবে কাজ করেছেন দক্ষিণ আফ্রিকান সাবেক এই বোলার। বিশ্বকাপের পর দায়িত্বে থেকে এসেছিলেন বাংলাদেশ সফরেও। তবে চলমান চট্টগ্রাম টেস্টের মাঝ পথেই তাকে ফিরতে হচ্ছে নিজ দেশ দক্ষিণ আফ্রিকায়। 

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়ায় সারা বিশ্বের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। আর এমন অবস্থায় পুরো সিরিজে পাকিস্তান দলের সঙ্গে থাকলে নিজ দেশে ফেরা অনেকটা বন্ধ হয়ে যাবে ফিল্যান্ডারের। আর তাই সোমবারই সে ফিরে যাচ্ছেন। 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩০ নভেম্বরের মধ্যেই দেশে ফিরতে চান ফিল্যান্ডার। করোনা পরিস্থিতির কারণে দুইদিন আগেই চলে যাচ্ছেন তিনি। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ফিল্যান্ডারের সঙ্গে চুক্তি করে পিসিবি। বাংলাদেশ সফরে প্রথম টেস্ট পর্যন্ত ছিল তার চুক্তির মেয়াদ। সেই হিসেবে ৩০ নভেম্বর দেশে ফেরার কথা ছিল তার। তবে নতুন ভ্যারিয়্যান্টের শঙ্কায় একটু আগে ভাগেই ফিরছেন সাবেক প্রোটিয়া বোলার।

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/এইচএন)