চাঁদপুরে মুড়ি উৎসব

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২১, ১৯:৪৬

‘এক পাত্রে মুড়ি খাই সাম্প্রদায়িকতার স্থান নাই, করোনাকালে ভিন্ন পাত্রে মুড়ি খাই করোনাকে বিদায় জানাই’ এই স্লোগানকে ধারণ করে চাঁদপুরে ষষ্ঠ মুড়ি উৎসব-১৪২৮ শুরু হয়েছে। সপ্তাহব্যাপী এ মুড়ি উৎসব চলবে।

রবিবার বিকালে চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্র চাঁদপুর ড্রামার আয়োজনে মুড়ি উৎসবের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত। উৎসবের উদ্বোধন করেন ইলিশ উৎসবের রূপকার হারুন আল রশিদ।

ষষ্ঠ মুড়ি উৎসব উদযাপন পরিষদের আহবায়ক ফারুক হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ও চাঁদপুর ড্রামার সাধারণ সম্পাদক মানিক পোদ্দারের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, উৎসব উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী ও চাঁদপুর ড্রামার সভাপতি তপন সরকার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট বদিউজ্জামান কিরণ, বিশিষ্ট কবি ও ছড়াকার ডা. পীযূষ কান্তি বড়ুয়া, প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস।

এছাড়া বক্তব্য রাখেন, পিএম বিল্লাল, রফিকুল ইসলামসহ মুড়ি উৎসব উদযাপন পরিষদ এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তাবৃন্দ।

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :